Friday, August 29, 2025
Homeবিনোদনএবার কী 'সাংবাদিক' শ্রাবন্তী! বড় পর্দায় জিতু-শ্রাবন্তী রসায়ন কি জমবে!

এবার কী ‘সাংবাদিক’ শ্রাবন্তী! বড় পর্দায় জিতু-শ্রাবন্তী রসায়ন কি জমবে!

জিতু এবং শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক নিয়ে টালিপাড়ায় গুঞ্জন রটেছিল জোরদার

কলকাতা: বড়পর্দায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Shrabanti Chattopadhya) জিতু কমলে(Jitu Kamal)র নতুন রসায়ন দেখতে পাবেন বাংলা ছবির দর্শকরা। সাংবাদিক এবং সাংবাদিকতা পেশাকে ঘিরে তৈরি থ্রিলার প্লট(Thriller plot) এই ছবির। ছবিটি পরিচালনা করবেন ওম সাই প্রকাশ(Om Sai Saiprakash)।
প্রসঙ্গত, জিতু-শ্রাবন্তী অভিনীত ‘বাবুসেনা'(Babu Sona) ছবিটি এ বছর ভালোবাসা দিবসেই মুক্তি পেয়েছিল। রমকম এই ছবির অনেকটাই শুটিং হয়েছিল লন্ডন(London) শহরে। যদিও সেই ছবি দর্শকদের মন টানেনি। তবে এই ছবিতে অভিনয় করতে গিয়ে জিতু এবং শ্রাবন্তীকে নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছিল। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে টালিপাড়ায় গুঞ্জন রটেছিল জোরদার। যদিও তারা নিজেদের এই সম্পর্ককে বন্ধুত্বের তকমা দিয়েছিলেন।

আরও পড়ুন:টেইলার সুইফটের প্রায় ৫কোটি টাকার বাগদানের আংটি কী ভারত থেকে!!

আজ ২৮ শে আগস্ট জিতু কমলের জন্মদিন। এই মুহূর্তে তিনি বিনোদনমূলক চ্যানেল জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করছেন। যেখানে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ে(Ditipriya Roy)র সঙ্গে তার রসায়ন দর্শকদের নজর কাড়ে। অবশ্য সম্প্রতি দুজনকে বিতন্ডায় জড়াতে দেখা গিয়েছিল।

প্রসঙ্গত, এ মাসের প্রথম দিকে নাম না করেই অল্প বয়সী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। যেখানে লেখা হয় তাকে বিভিন্ন সময় নানান ‘আপত্তিজনক’ মেসেজ পাঠিয়েছেন নায়ক। যথেষ্ট খুব প্রকাশ করেন তিনি। যদিও থেমে থাকেননি জিতুও। আত্মপক্ষ সমর্থনে নামেন তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে ফোনের চ্যাটও প্রকাশ এনেছিলেন তিনি। সে সময়তেই জিতু বলেছিলেন দিতিপ্রিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কে ছেদ করলেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখবেন তিনি। পরে অবশ্য ফেসবুক পোস্ট করে যেটি প্রিয়া লিখেছেন,’…. আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিটিয়ে নিলাম।’


সাংবাদিক এবং সাংবাদিকতাকে ঘিরে তৈরি আগামী থ্রিলার প্লট(Thriller plot) ছবিতে দেখা যাবে জিতুর সঙ্গে শ্রাবন্তীকে। যা নিয়ে শ্রাবন্তীও যথেষ্ট এক্সাইটেড। ব্যস্ত নায়িকার বহু আকাঙ্ক্ষিত ‘দেবী চৌধুরানী'(Devi Chowdhurani) ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৮ সেপ্টেম্বর। দর্শকরা তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ে(Prasenjit Chattopadhya)র বিপরীতে ছবির নাম ভূমিকায় দেখতে অধীর অপেক্ষায় রয়েছেন। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র(Subhrajit Mitra) এই ছবিতে শ্রাবন্তী প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন। দর্শকরা তাকে পর্দায় এমন আকর্ষণীয় চরিত্রে কখনো দেখেনি। দেবী চৌধুরানী চরিত্রের জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করেছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News